আর জি কর কান্ড নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের মাঝেই ছাত্রছাত্রীদের জন্য 'কালা সার্কুলার' ! 


students



আর জি করের ঘটনা শুধু রাজ্য নয়, দেশ ছাড়িয়ে বিশ্বেও নিন্দা ও প্রতিবাদে সামিল হয়েছে। প্রতিদিন বিভিন্ন প্রান্তেই চলছে প্রতিবাদ মিছিল বা শাস্তির দাবিতে মিছিল। বাদ নেই বর্তমান রাজ্য সরকারও। স্বয়ং মুখ্যমন্ত্রীও পথ হেটেছেন ঘটনার নিন্দা জানিয়ে- দাবী তুলেছেন চরমতম শাস্তিরও। ইতিমধ্যে সাস্তির দাবীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরও শাস্তি চেয়ে মিছিল করতে শুরু করেছে। এরইমাঝে ছাত্রছাত্রীদের জন্য জারি হলো নয়া নির্দেশিকা।

এখন থেকে আর ছাত্রছাত্রীরা শিক্ষাদপ্তরের কোন কর্মসূচী ছাড়া বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কোন অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। এই নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনিপুরের ডি আই । স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই নির্দেশিকা।

social media থেকে প্রাপ্ত, ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য 

নির্দেশিকা জারি হতেই তা প্রত্যাহারের দাবী উঠতে শুরু করেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন-" আরজি করের যে ঘটনা গোটা ভারতবর্ষ তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তাকে দমন করার উদ্দেশ্যে শিক্ষা দপ্তর থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ছাত্র-ছাত্রীরা অন্য কোন কর্মসূচিতে যোগ দিতে পারবে না। এর মধ্য দিয়ে কি ছাত্র-ছাত্রীদের আত্মকেন্দ্রিকতা, পারস্পারিক সহানুভূতিহীন জগৎ তৈরি করতে চাইছি আমরা? তারা তো অন্য কিছু নয়, কেবল প্রকৃত জাস্টিস চাইছে। মুখ্যমন্ত্রীর নিজেই তো রাস্তায় নেমে 'জাস্টিস চাই' বলে দাবি জানাচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রীর সভায় ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সভা ভরিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। কিন্তু এত বড় একটা নৃশংস ঘটনার বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে বিচার চাইতে পারবে না ছাত্র-ছাত্রীরা? এই কালা সার্কুলার অবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি আমরা।"