'রাত দখল'-র পর এবার বেগুনি পতাকা ও টর্চ নিয়ে নয়া আন্দোলনের ডাক রিমঝিমের

রাত দখল


রাত দখলের পর এবার আরো এক নয়া কর্মসূচির ডাক দিল রিমঝিম। রিমঝিমের ডাকেই ১৪ই আগস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল রাজ্যের মহিলারা। কলকাতা তিনটি জায়গায় প্রথম আন্দোলনের ডাক দেন রিমঝিম সিনহা (Rimjhim Sinha)। পরে তা তরঙ্গের মতো শহর ছাড়িয়ে গোটা রাজ্য এমনকি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ১৪ই আগস্ট মধ্যরাতে 'রাত দখল' কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। এবার নয়া কর্মসূচির ডাক দিলেন সেই রিমঝিম সিনহা (Rimjhim Sinha)।

এদিকে আরজি কর কাণ্ড কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে, মামলা গেছে সুপ্রিমকোর্টেও। এই পরিস্থিতিতে এবার আগামী ২৫ তারিখ বেগুনি পতাকা উত্তোলন ও টর্চ লাইট জ্বালিয়ে প্রতিবাদ জিইয়ে রাখার ডাক দিলেন রিমঝিম।

এদিন একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আজ ২২ অগাস্ট, প্রায় ১২ দিন কেটে গেল, সুবিচার আসেনি। আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করাও হয়নি। এই রবিবার, ২৫ তারিখ, আমরা সকলে বাড়ির ছাদে, পাড়ায়, ক্লাবে বেগুনি পতাকা, যা নারী আন্দোলনের পতাকা, সেই পতাকা উত্তোলন করব। দেখিয়ে দেব, কত শত মানুষ এই আন্দোলনে আছেন, সমর্থন করছেন, নারী পুরুষ নির্বিশেষে।'

তিনি আরও লেখেন, 'এতদিন ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান ক্লাবের পতাকা উড়িয়েছি, উড়িয়েছি ব্রাজিল এবং আর্জেন্তিনার পতাকা। এবার উড়বে নারীদের পতাকা। সকলে পতাকায় লিখুন #মেয়েরা_রাতের_দখল_নাও, #আর_জি_করের_বিচার_চাই। পাশাপাশি রাতে সকলে টর্চ লাইট জ্বালান, একসঙ্গে একযোগে, রাত ১০টা থেকে। টর্চ এতদিন ছিল 'রাত পাহারার' প্রতীক। এবার এই টর্চকে আমরা রাত দখল আন্দোলনের প্রতীকে বদলে দিই!'