সনাতনী ধর্মের প্রসার এবং প্রচারের উদ্দেশ্যে শোভাযাত্রা গীতা পাঠ কেন্দ্রের

Burdwan news



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

সোনাতনি ধর্মের প্রসার এবং প্রচারের উদ্দেশ্যে।আজ জন্মাষ্টমী উপলক্ষে ,পূর্ব বর্ধমান জেলা গীতা পাঠ কেন্দ্রের উদ্যোগে, বর্ধমান টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি বর্ধমান টাউন হল থেকে বেরিয়ে বর্ধমান কার্জন গেট পার্কাসরোড হয়ে,ফের টাউনহলে মিলিত হয়। প্রতিবছর এই দিনেই এই শোভাযাত্রা বের করা হয় বলে জানান উদ্যোক্তারা।

এই শোভাযাত্রায় ছোট ছোট শিশুদের রাধাকৃষ্ণ সহ অন্যান্য দেব-দেবীদের রূপ দেওয়া হয়। এদিনের শোভাযাত্রায় পূর্ব বর্ধমান জেলা গীতা পাঠ কেন্দ্রের পক্ষ থেকে স্বামী তেজস্ব নন্দ গিরি মহারাজ বলেন এই র‍্যালির মূল উদ্দেশ্য হচ্ছে। দিকে দিকে সনাতনি ধর্ম জাগরণ করা।

এই শোভাযাত্রায় জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে এক হওয়ার আহ্বান জানান স্বামীজি। তিনি আরো বলেন ৪৭ বছরের পুরনো এই ধর্মীয় সংগঠন এখনো পর্যন্ত কারো কাছে হাত না পেতে সুষ্ঠুভাবে চালিয়ে চলেছে।