Latest News

6/recent/ticker-posts

Ad Code

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় মালদার ৪ জনের, রুপোও পেয়েছেন অনেকে

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় মালদার ৪ জনের, রুপোও পেয়েছেন অনেকে 


International Carate Tournament

মালদা:-


মালদাতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৮ এবং ১৭ বছর বয়সী মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল।পাশাপাশি একইভাবে রূপো পেয়েছে আরো পাঁচ জন প্রতিযোগী।অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীর বাড়ি মালদার চাঁচলে। উল্লেখ্য গত ২৬ জুলাই থেকে ২৮ জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব ৮ থেকে ১৭ বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল।


সেই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ,নেপাল সহ বেশ কিছু প্রতিবেশী দেশের মোট এক হাজার জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।অনূর্ধ্ব ১৭'র অংশগ্রহণকারী প্রতিযোগী মালদার চাঁচলের খুরুসা মন্ডল,লাবনী দাস,শাহেরাবানু এবং সুইটি পারভিন।তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগিদের হারিয়ে সোনা অর্জন করে।একইভাবে রূপো পেয়েছে ফারহীন নৌওশিন রহমান,অনিক দাস, তানিয়া ইসলাম, ললিতা দাস,আরিজ শেখ আলী প্রমূখ। তাদের সাফল্য খুশি একাডেমি অভিভাবকেরা।
 

এদিন প্রতিযোগীদের একাডেমির পক্ষ থেকে চাঁচল রানী দক্ষনীয় উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন, একাডেমীর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-সম্পাদক সাজিরুল ইসলাম,একাডেমির সভাপতি সোহেল আলম, সহ সভাপতি জাহিদুল রহমান, চাঁচল দেহশ্রী ব্যায়ামওগারের সম্পাদক সুজন আলী,সহ প্রতিযোগীদের অভিভাবকেরা।



চাঁচলের ক্যারাটে একাডেমীর সম্পাদক জান্নাতুল ফিরদৌস জানিয়েছেন,কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মালদার প্রতিযোগিরা অংশ নিয়ে একাধিক সোনা ও রূপো পেয়ে সাফল্য অর্জন করেছে।তাদের সাফল্যে সকলেই খুশি। যারা খেলা না করে বাড়িতে বসে থাকে তাদের উদ্দেশ্যে বলবো তারাও যেন মাঠে এসে খেলাধুলা করে। খেলাধুলা করলে শরীর ভালো থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code