Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ বর্ষপূর্তি উদযাপন শ্রীপৎ সিং কলেজের

তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ বর্ষপূর্তি উদযাপন শ্রীপৎ সিং কলেজের

Sripath Singh College


শ্রীপৎ সিং কলেজে তিনদিনব্যাপী ৭৫ বর্ষপূর্তি উদযাপন হয়ে গেলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন পরিচালন সমিতির সভাপতি শাওনী সিংহ রায় ও দাতা সদস্য সঞ্জয় দুগড়। শুরুতেই অধ্যক্ষ ড. কমলকৃষ্ণ সরকার তাঁর বক্তব্যে অনুষ্ঠানের মূল সুরটি ধরিয়ে দেন। বক্তব্য রাখেন শাওনী সিংহ রায়, প্রদীপকুমার চোপড়া, সঞ্জয় দুগড়, গৌরগোপাল চ্যাটার্জী,দেবমাল্য রায়সহ কলেজের বিভিন্ন অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্ররা। 

Sripath Singh College

ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তনীরা। অধ্যাপিকা ড.দেবযানী ভৌমিক (চক্রবর্তী) সম্পাদিত 'দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত' শিরোনামে একটি গ্ৰন্থও প্রকাশিত হয়। প্রদীপকুমার চোপড়া একটি ডকুমেন্টারির মাধ্যমে জৈন সম্প্রদায়ের জনসেবামূলক কাজের ইতিহাস সুচারুভাবে তুলে ধরেন। অশোক দুগড় স্মারক বক্তৃতায় ভারতীয় শিক্ষাপদ্ধতির পূর্বাপর ইতিহাসটি প্রাঞ্জলভাবে তুলে ধরেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলোক কুমার ঘোষ। আহ্বায়ক ড.আবদুল কাদের আহমেদ তাঁর বক্তব্যে সার্বিকভাবে প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অনুষ্ঠান-কর্মসুচীর উপর আলোকপাত করেন। 



এছাড়া কলেজ সংলগ্ন বিএসএ ময়দানে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়।বহিরাগত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী পৌষালী ব্যানার্জী, রাহুল দত্ত, প্রবুদ্ধ রাহা, অসীম চক্রবর্তী, মনসুর ফকির সম্প্রদায় ও ভাব ব্যাণ্ড। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা শ্রীসতীনাথ মুখোপাধ্যায়। এভাবেই বিভিন্ন কর্মসূচির সঠিক রূপায়ণের মাধ্যমে উদযাপিত হয় শ্রীপৎ সিং কলেজর ৭৫বর্ষপূর্তি অনুষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code