SC-ST সংরক্ষণে ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট
তফসিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। তফসিলি জাতি এবং উপজাতিদের উপশ্রেনি তৈরি করা যাবে বলেই জানালো দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়ে দিল, তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে থেকে অনগ্রসরদের আলাদা করা যাবে। শ্রেণির মধ্যে উপশ্রেণি তৈরি করতে পারবে রাজ্যগুলি। সব চেয়ে অনগ্রসর যাঁরা, সংরক্ষণের বাড়তি গুরুত্ব পাবে বলেই জানিয়েছে আদালত।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে তফসিলি জাতি-জনজাতিদের (এসসি-এসটি) মধ্যে একাংশকে চিহ্নিত করে আলাদা করে সংরক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে বলে জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এই রায় দেয়। যদিও ছয় বিচারপতি এই রায়ের পক্ষে হলেও একজন বিচারপতি এই রায়ের বিপক্ষে ছিলেন। কিন্তু বিচারপতিদের মতের সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেয় আদালত।
এই মুহূর্তে দেশে তফসিলি জাতির জন্য ১৫ শতাংশ সংরক্ষণ রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা সবচেয়ে অনগ্রসর, তাঁদের সংরক্ষণে বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষেই হায় দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেন, "তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি শ্রেণির মানুষজন প্রায়শই মই বেয়ে উঠতে পারেন না। কারণ সর্বদা বৈষম্যের শিকার হতে হয় তাঁদের। সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে উপশ্রেণি তৈরির অনুমোদন রয়েছে। ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে, অনুন্নত শ্রেণির সকলেই সমজাতির মানুষ নন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊