চাল-ডাল দিয়ে ভারতের ম্যাপ বানিয়ে তাক লাগালেন দ্বাদশের ছাত্র

Indian Map


মালদাঃ

রাত পোহাইলে আগামীকাল ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস।স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্র নিজের হাতে তৈরি করলো মসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রিক দিয়ে ভারতের ম্যাপ।

বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে এক যুবক।এই যুবক বাড়িতে গাছে, কখনো থ্রিডি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামিদাম ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মসুর ডাল ও চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হবিবপুর ব্লকের আইব অঞ্চলের বক্সীনগর এলাকার অজয় বিশ্বাস নামের যুবক।

যদিও তার ইচ্ছে ছোটবেলা থেকেই ছবি আঁকা সেই ছবি আঁকাকে আঁকড়ে ধরে আগামী দিনে বড় হতে চাইছে অজয় তেমনি ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়।দেশ ভক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে উদযাপন করতে দেখা যায় অন্যদিকে এই যুবক প্রতিবছরই কিছু না কিছুর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে।