দুটি ক্রেনের মাধ্যমে দেশের মধ্যে এই সর্বপ্রথম ১০৬৬ স্কার ফিট জাতীয় পতাকা উত্তোলন 

Burdwan news



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

দুটি ক্রেনের মাধ্যমে দেশের মধ্যে এই সর্বপ্রথম ১০৬৬ স্কার ফিট জাতীয় পতাকা তোলা হলো বর্ধমানের প্রান কেন্দ্র কার্জনগেটের সামনে।৫৫ ফিটের এই জাতীয পতাকার উত্তোলন করেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন সাইকেলিং ক্লাবের সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।



আজ দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস।এই স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় উত্তোলন করা হচ্ছে ইতেরঙ্গা পতাকা। প্রতিবছর জেলার নাম অর্জন করতে বর্ধমান সাইকেলিং ক্লাবের উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হয়।


এর আগেও সাইকেলিং ক্লাবের উদ্যোগে ৩৬০০ স্কার ফিট জাতীয় পতাকা নিয়ে র‌্যালি করা হয়েছে।ফের এবছর ১০৬৬ স্কার ফিট জাতীয় পতাকা উত্তোলন করা হয়।তবে দুটি ক্রেনের সাহায্য এই জাতীয় পতাকা উত্তোলন দেখতে কার্জনগেটের সামনে ভির জমায় দেশ প্রেমিরা।