হস্তক্ষেপ চেয়ে ৫ দাবি সহ প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএ-র

PM modi


আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় উত্তাল বাংলা। প্রতিবাদের ঝড় শহর কলকাতা থেকে গোটা রাজ্য ছেয়ে দেশজুড়ে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানেও আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সংগঠিত হয়েছে। শনিবার সারা দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল দেশের বৃহত্তর চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলো আইএমএ।

চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে পাঁচটি দাবি রেখেছেন চিকিৎসকেরা। প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় একটি কেন্দ্রীয় আইন বলবৎ করার দাবিও জানিয়েছে আইএমএ। প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে আরজি কর-কাণ্ডের প্রকৃত, স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনটি।

দেশের হাসপাতাল গুলোকে সেফ জোন হিসেবে ঘোষনার পাশাপাশি বিমানবন্দরের মতো নিরাপত্তার দাবি সহ আরজি করে মৃত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। চিঠিতে আইএমএ এ-ও জানিয়েছে, দেশের ৬০ শতাংশ চিকিৎসক মহিলা। এই পরিসংখ্যান সবচেয়ে বেশি দন্তচিকিৎসার ক্ষেত্রে। প্রত্যেক মহিলার নিরাপত্তার অধিকার আছে বলে জানিয়েছে তারা।