Latest News

6/recent/ticker-posts

Ad Code

BDO-র দাদাগিরি! কর্তব্যরত চিকিৎসককে মারধোরের অভিযোগ

BDO-র দাদাগিরি! কর্তব্যরত চিকিৎসককে মারধোরের অভিযোগ




মালদা:

বিডিওর দাদাগিরি। কর্তব্যরত চিকিৎসককে মারধর । হাসপাতালে ঢুকে মার ধোরের করার অভিযোগ। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের।অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। 


কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। 


ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিট নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরেই তিনি কোনরকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন। এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড়-থাপ্পড়, কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান। আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি বি.এম.ও.এইচ সাহেবকে জানান। 


পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে বিডিও-রঅংশুমান দত্ত। হবিবপুর ব্লকের বিডিও ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেড়ে আসেন তিনি ‌। আমি কিছু বলবো না।জানালেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code