West Bengal Weather Forecast: রাখিতে দুর্যোগ, জারি হল কমলা সতর্কতা, জানুন বিস্তারিত
আগামীকাল রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমার দিন দুর্যোগের আশঙ্কা বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে চলছে বৃষ্টি। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়াতেই একনাগাড়ে বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের ফলে ২১ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ হুগলি, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ০৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকবে। সোমবার মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় ভারী বৃষ্টি চলবে। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে। বুধবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।
এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত। ১৯ ও ২০ অগাস্ট জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে দুর্যোগের পূর্বাভাস। বৃষ্টি থাকবে ২১ শেষ আগস্টও।
পশ্চিমবঙ্গের পাশাপাশি, ২২ অগাস্ট পর্যন্ত সিকিম, অসম, মেঘালয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ওড়িশা,অরুণাচলপ্রদেশ, নাগাল্য়ান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ২২ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊