ধসে পড়ছে জাতীয় সড়ক! ঝুঁকিপূর্ণ চলাচল আতঙ্কিত মানুষ
আঠারোমুড়া পাহাড়ে পর এবার শহর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ ভাঙ্গন! আতঙ্কে এলাকাবাসী সহ যান চালকরা। ঘটনা, বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকায়।
এলাকাবাসীদের বক্তব্য, বেশ কয়েকদিনের টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তেলিয়ামুড়া শহর সংলগ্ন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার রাতে আচমকাই খোয়াই নদী সংলগ্ন জাতীয় সড়কের পাশের এবং সড়কের নিচের বিশাল অংশ জুড়ে মাটি ধ্বসে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায় জাতীয় সড়ক। মাটি ধ্বসে পড়ার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন। সড়কের যে জায়গাটির মাটি ধ্বসে পড়েছে তার একপাশে রয়েছে খোয়াই নদী এবং অপর পাশে রয়েছে মহারানীপুর গ্রাম। ফলে এই অবস্থায় এলাকার লোকজনদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সেইসঙ্গে জাতীয় সড়ক ধরে আসা যানবাহন চালকদের মধ্যেও ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীদের বক্তব্য, যেকোনো সময় এই মহারানীপুর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক ধ্বসে পড়তে পারে খোয়াই নদী'তে। আর যদি এমনটা হয় তাহলে আগামীতে যেকোনো সময় সড়কের অপর পাশে থাকা বাড়িঘরগুলি'ও নদীতে ধ্বসে পড়ার আশঙ্কায় ভুগছে মহারানীপুর এলাকার লোকজন। এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবী করেন যে, অতিদ্রুত এই ভাঙ্গন রোধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
তৎসঙ্গে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী এবং জাতীয় সড়ক ধ্বসে পড়ার আশঙ্কায় পুলিশের তরফ থেকে জাতীয় সড়কের দু'পাশে লাগিয়ে দেওয়া হয় নো এন্ট্রি বোর্ড, যাতে করে জাতীয় সড়ক ধরে আসা যানবহন গুলি মহারানীপুর এলাকায় জাতীয় সড়কের দুর্ঘটনা প্রবনিত এই ঝুঁকিপূর্ণ অংশটি দিয়ে যাতায়াত না করতে পারে।।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊