ধর্ষণের সাজা ফাঁসি, বিধানসভায় আসছে বিল, রাজ্যপাল সই না করলে ধরনা, ঘোষনা মমতার
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। গতকাল নবান্ন অভিযান ঘিরে কার্যত তুলকালাম। আর আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভা থেকে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরুতেই বিজেপির তুলোধুনা করলেন তিনি। আর তারপর ধর্ষনের সাজা ফাঁসির বিল আনছেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, " ধর্ষকদের জন্য ন্যায় সংহিতায় ১০ বছর, ১২ বছরের ধাপ রয়েছে। এর কী প্রয়োজন ছিল। রাজ্যের হাতে ক্ষমতা নেই। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাত দিনে করে দেব আমি। যারা ধর্ষণ করবে, তাদের একমাত্র সাজা ফাঁসি, ফাঁসি, ফাঁসি। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন, সব ঠান্ডা হয়ে যাবে।"
এরপরেই তিনি বলেন, "আমরা এমন কোনও কথা বলি না. কাজ করি না, যা মানুষের পক্ষে নয়। আমি বলে যাচ্ছি, আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব স্পিকারকে বলে। পশ্চিমবঙ্গ বিধানসভআ থেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠাব। আমি জানি, রাজার পাট, রাজাবাবু কিছু করবেন না। না করলে, মনে রাখবেন, মেয়েরা, বোনেরা, রাজভবনে ঘণ্টার পর ঘণ্টা গিয়ে বসে থাকবেন। এই বিল সই করতে হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায়িত্ব সারলে হবে না।"
এমনকি শুধু মেয়েরা নয় ছেলেদেরও রাজভবনে গিয়ে চাপসৃষ্টি করার ডাক দেন তিনি। রাজ্যপালের উদ্দেশে মমতা বলেন, "আপনি বড় বড় কথা বলেন কী করে? আপনার রাজভবনের মহিলা কর্মীকে আপনি নির্যাতন করেন। সেই মেয়েটা বিচার পায়নি। ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, সরিয়ে নিয়ে গিয়েছি, থাকার জায়গা করে দিয়েছি। লজ্জা নেই!"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊