বেলা গড়াতেই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

নবান্ন অভিযান



যত বেলা গড়াছিল তত বাড়ছিল আন্দোলনের ঝাঁঝ। হাওড়া, সাঁতরাগাছি, কলেজ স্কোয়ারে মিছিল ক্রমেই এগোচ্ছে নবান্নর দিকে। এদিকে কড়া নিরাপত্তায় ঘেরা হয় নবান্ন। জাতীয় পতাকা হাতে নিয়ে বেরিকেড টপকানোর চেষ্টা করতে থাকে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বচসা বাঁধে পুলিশের সঙ্গে বচসা বাধে। সাঁত্রাগাছিতে নবান্নের রাস্তায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পুলিশও তাদের পিছনে ছুটতে থাকে। শুরু হয় লাঠিচার্জ।

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ইট পাটকেল উড়ে আসছে আন্দোলনকারীদের থেকে। হাওড়া ব্রিজে জলকামান। জলকামানকে উপেক্ষা করেই এগিয়ে চলেছেন প্রতিবাদীরা। পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আর তাতেও দমতে রাজি নন মহিলা ও পুরুষরা। ক্রমেই ঝাঁঝ বাড়ছে প্রতিবাদের। 



সাঁত্রাগাছি থেকে হাওড়া ব্রিজ, মিছিল আটকাতে মরিয়া পুলিশ। আর নবান্নের দিকে এগিয়ে যেতে মরিয়া আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট - পাথর ছোড়া শুরু হয়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি হাওড়ায়। 


নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র হাওড়া ব্রিজে। ব্রিজের ওপর একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। দাঁড়িয়ে থাকার উপায় নেই। নবান্ন অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিততি হাওড়া ব্রিজে। বিক্ষোভকাীদের ঠেকাতে টানা জলকামান ছোড়া হচ্ছে।