নবান্ন অভিযানে 'লাশ ফেলে দেওয়ার ছক', গ্রেফতার ৪

Police
Internet Picture 


আজ নবান্ন অভিযান। তার আগে নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা, খুন ও খুনের চেষ্টায় ছক কষার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, ‘‘নবান্নের ওই অভিযানে মহিলা এবং ছাত্রদের সামনে রেখে পিছন থেকে অশান্তির পরিস্থিতি তৈরি করা হতে পারে বলে খবর পেয়েছি আমরা। পুলিশকে বলপ্রয়োগে উস্কানি দিতেই এটা করা হবে।’’

এবার পুলিশের তরফে জানানো হল চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা, খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত জড়িত রয়েছে তারা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে। এমনকি উপযুক্ত প্রমান রয়েছে বলেই জানাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, "গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন।সত্যিটা হল, কেউ নিখোঁজ নন।ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওযা হয়েছে।"