বিষ খেয়ে মৃত্যুকে নিশ্চিত করতে ঘরে আগুন বৃদ্ধের
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
বিষ খেয়ে মৃত্যুকে নিশ্চিত করতে ঘরে আগুন লাগালো প্রায় 50 উর্দ্ধ এক ব্যক্তি, এমনই দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমোনাই এলাকায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন এবং বর্ধমান থানার পুলিশ। দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নেভালো স্থানীয়রা।তবে কি কারনে এই ঘটনা সেবিষয়ে ধন্দে স্থানীয়রা।
বাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ে বিষ খেয়ে ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠলো জয়দেব সর্দার নামে ৫০ উর্দ্ধ ওই ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা বলেন হঠাৎই ঘর থেকে ধোঁয়ো উঠতে দেখে পাড়ার লোকজন ছুটে আসে। ঘরের প্রধান দরজার বাইরে থেকে তালা বন্ধ।পাশের দরজা ভিতর থেকে বন্ধ।তালা ভেঙ্গে ,মাঠে থাকা পাম্প মেশিন চলিয়ে আগুন নেভানো হয়। ঘরে ঢুকে দেখেন পাশের ঘরের বিছানায় বিষ খেয়ে পড়ে রয়েছে ৫০ উর্দ্ধ জয়দেব সর্দার। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে।খবর দেওয়া হয় বর্ধমান থানায় এবং অগ্নিনির্বাপক কেন্দ্রে।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তারা। দমকলের ইঞ্জিন আসার আগেই মাঠের পাম্প মেশিন চালিয়ে আগুন নেভান স্থানীয়রা।
জয়দেবর স্ত্রী বলেন সকালে তিনি খন্ডঘোষ বিডিও অফিসে যান।বড়ো ছেলে টোটো নিয়ে বেড়িয়েছে,ছোট ছেলে স্কুলে। বাড়িতে কেউ ছিলো না। হঠাৎই প্রতিবেশীদের ফোন মারফত জানতে পারেন এই ঘটনা।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেলো আগুনে পুড়ে ছাই হয়েছে একটি স্কুটি গাড়ি,শেলাই ম্যাসিন, স্টিলের খাট, বিছানা, আলমারি,ফ্রিজ।রান্নার সরঞ্জাম।পাশে থাকা মুদি দোকানের বেশ কিছু জিনিসপত্র। তবে কি কারনে এই ঘটনা সে বিষয় ধন্দে সকলে।
0 মন্তব্যসমূহ
thanks