হাতির আক্রমণে ভাঙ্গলো বাড়ি, মৃত্যু মহিলার 

Bankura


বাঁকুড়াঃ 

হাতির আক্রমণে ভাঙ্গলো বাড়ি, আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম বাসন্তী মণ্ডল (৪৬)। সোমবার রাতে বড়জোড়ার খাঁড়ারি গ্রামের মণ্ডল পাড়ার ঘটনা।



স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাতে খাবারের সন্ধানে খাঁড়ারি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে চারটি হাতির একটি দল। তারা গ্রাম জুড়ে আক্রমণ চালানোর মাঝেই আনুমানিক রাত দু'টা নাগাদ একটি হাতি মণ্ডল পাড়ার বংশী মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন বংশী মণ্ডল ও তাঁর স্ত্রী বাসন্তী মণ্ডল। হাতির আক্রমণে তাঁদের বাড়ির ইঁটের দেওয়ালের একাংশ ভেঙ্গে পড়ে চাপা পড়ে যান বাসন্তী। পরে রাতেই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



মৃতার ভাসুরপো সুজয় মণ্ডলের দাবি, এই এলাকায় হাতির আক্রমণ নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বনদপ্তরের কর্মীরা গ্রামে এসে ছবি তুলেই নিজেদের দায়িত্ব শেষ করে! অবিলম্বে হাতির অত্যাচার বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।



সিপিআইএম নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ফটিক মণ্ডল বনদপ্তরের দায়িত্বলীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'মোবাইল ভ্যান নিয়ে বনদপ্তরের কর্মীরা প্রতি সন্ধ্যায় জঙ্গলে থাকা হাতি গুলিকে গ্রামে ঢুকিয়ে দেয়। পরে তারা 'পোলের নিচে বসে মদ মাংস খায়' বলেও তাঁর অভিযোগ।



খবর পেয়ে গ্রামে যান বনদপ্তরের কর্মী আধিকারিকরা। 'সরকারী নিয়মানুযায়ী' মৃতের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।