ফাস্টফুড শিশুর চোখেরও ক্ষতি করে! সুরক্ষায় স্কুলে স্কুলে চক্ষু শিবির লায়ন্স ক্লাবের
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
ফাস্টফুড শুধু শিশুদের শরীরিক ক্ষতিই করেনা, ফাস্টফুড শিশুদের চোখেরও ক্ষতি করে। মঙ্গলবার লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্ৰনীর সাইট ফর কিডস্ এর অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক প্রতাপ বেড়া। তিনি বলেন গ্ৰামের শিশুদের তুলনায় শহরের শিশুদের চোখের সমস্যা বেশি দেখা য়ায়। তার কারন শহরের শিশুরা বেশিরভাগ ফাস্টফুড খায়। গ্ৰামের শিশুরা সেই তুলনায় অনেক কম ফাস্টফুড খাবার খায়। করোনার পর থেকে শহর এবং গ্ৰামের শিশুদের চোখের সমস্যা আগের তুলনায় অনেক বেড়েছে। কারন হিসেবে ডক্টর বেড়া বলেন শিশুরা মোবাইল কম্পিউটারে আসক্তি হয়ে পড়েছে সেই কারনে এই সমস্যা বেশি দেখা দিয়েছে।
গোটা বিশ্ব জুড়ে লায়ন্স ক্লাব নানা ধরনের সমাজসেবা মূলক কাজ করে থাকে। দেশেও প্রায় কয়েক কোটি শিশুর বর্তমানে চোখের অবস্থা খারাপ। সেদিক থেকে পিছিয়ে নেই বর্ধমান জেলাও। এবার বর্ধমান জেলার স্কুল পড়ুয়াদের চোখের সমস্যা দূর করতে ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত শহরের ১৪ টি স্কুলের শিশুদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করার উদ্যোগ গ্ৰহন করেন লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্ৰনী।
মঙ্গলবার বর্ধমান পৌর উচ্চবিদ্যালয়ে চলছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা।লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্ৰনীর পক্ষথেকে সাইট ফর কিডস প্রোগ্ৰম সভাপতি বিপিন বিহারী ঘোষ এবং ক্লাব এড মিনিস্ট্রেটার জয়ন্ত পাল বলেন প্রায় চার কোটির বেশি শিশুর চোখের সমস্যা আক্রান্ত হয়ে আছে।লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্ৰনীর উদ্যোগে সোমবার থেকে বর্ধমান শহরের স্কুল গুলোতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। শহরের ১৪টি স্কুলে এই চিকিৎসা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা ও অপারেশন করা হবে বলে জানান তারা। তবে লায়ন্স ক্লাব অফ বর্ধমান অগ্ৰনী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইনচার্জ কাজিয়া বুল হায়াদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊