Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাইকোর্টের অনুমতিতে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল উস্থির রক্তদান শিবির

হাইকোর্টের অনুমতিতে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল উস্থির রক্তদান শিবির

Usthi


উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সংগঠন টি। রবিবার সংগঠনের বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হলে ঘরে। 


এদিনের এই রক্তদান শিবিরে বাঁকুড়া জেলার ১০০জন রক্ত দাতা রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতের হাতে স্মারক, সার্টিফিকেট এবং সবুজায়ন ঘটানোর লক্ষ্যে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। উল্লেখ্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই হলঘরে রক্তদান শিবির করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়। তবে হল ঘরের অবস্থা স্বাস্থ্যকর পরিবেশ ছিল না বলে অভিযোগ করেন সংগঠনের রাজ্য সভাপতি ভাস্কর ঘোষ। 


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ, রাজ্য গভর্নিং বডির সদস্য নির্ঝর কুণ্ডু, সবিতা কুণ্ডু , সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি অরিন্দম খাঁড়া, সম্পাদক অরিন্দম মণ্ডল সহ সংগঠনের একাধিক পদাধিকারী এবং অন্যান্য সদস্য সদস্যারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code