Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জয় গম্ভীরের ভারতের

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জয় গম্ভীরের ভারতের

Ind vs Sri




ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের দায়িত্ব গম্ভীরের কাঁধে নিয়ে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেছে ভারত। আর সেই সিরিজ জয় করলো ভারতীয় ক্রিকেট টিম। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। তিন ম্যাচের টি২০ সিরিজে ২-০ তে দাঁড়িয়ে এখন সিরিজের ফলাফল। 

এদিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৬১ রান। ১৩০ রানে ২ উইকেট পড়েছিল তাদের। সেখান থেকে শ্রীলঙ্কা শেষ করে ১৬১ রানে ৯ উইকেট। চার ওভারের মধ্যে হারায় ৭ উইকেট। হার্দিক পটেল, রবি বিষ্ণোই এবং অক্ষর পটেল মিলে চাপে ফেলে দেয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার হয়ে নিশাঙ্কা ৩২, পেরেরা ৫৩, কামিন্ডু মেন্ডিস ২৬, অধিনায়ক আশলঙ্কা ১৪ রান তোলে। এদিন বিষ্ণোই ৩টি, হার্দিক, অক্ষর ও অর্শদীপ প্রত্যেকে দুইটি করে উইকেট নেন। 


বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দেরিতে। তিন বল খেলার পর ফের বৃষ্টি। কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। পরে ওভার কমিয়ে ৮ ওভারে ৭৮ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের। প্রথম বলেই সঞ্জু ফিরলেও যশস্বী ১৫ বলে ৩০ রান করেন। ১২ বলে ২৬ রান করেন সূর্যকুমার। তাঁরা ফিরলে ভারতকে ম্যাচ জেতান হার্দিক। ৯ বলে ২২ রান করেন তিনি। হার্দিকের সঙ্গে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ ২ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপটে জয় ভারতের, প্রথম সিরিজ় জিতলেন কোচ গম্ভীর। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code