Budget 2024: আয়কর ছাড়ের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একাধিক ঘোষনা



Budget 2024: আজ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তনের কথা ঘোষণা না করলেও, নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) বেশ কিছু বদল আনা হয়েছে।

আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা:

০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।

৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।

বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।

বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।

১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।

বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

নতুন কর পরিকাঠামোয় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।