Employment Linked Incentive হিসেবে তিনটি প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী
আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর্মসংস্থানকে চাঙ্গা করতে বাজেটে বড় ঘোষনা করেছে কেন্দ্রীয় সরকার। প্রথম বার চাকরিতে যারা ঢুকবেন তাঁদের জন্য বিশেষ সুযোগ দেবে সরকার। ইপিএফও-তে প্রথমবার নাম নথিভুক্ত হলে একমাসের বেতন দেওয়া হবে। তিনটি ইনস্টলমেন্টে প্রভিডেন্ট ফান্ড মারফত এই টাকা দেবে সরকার।
পাশাপাশি অতিরিক্ত কর্মী নিয়োগ করবে যেসব সংস্থা তাঁদের ভর্তুকি দেওয়া হবে। EPFO ভর্তুকি বাবদ মাসিক ৩ হাজার টাকা ভর্তুকি পাবেন তাঁরা, দু'বছরের জন্য। কর্মক্ষেত্রে মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করতে, দেশে মহিলাদের জন্য ওয়র্কিং হস্টেল তৈরির ঘোষণাও করেন নির্মলা।
Employment Linked Incentive হিসেবে তিনটি প্রকল্পের ঘোষণা করেন নির্মলা-
প্রথম প্রকল্পে, সরাসরি একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে। EPFO-তে নাম নথিভুক্ত হলে তিনটি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে বেতন হতে হবে ১ লক্ষ টাকা।
দ্বিতীয় প্রকল্পে, উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা, প্রথম চার বছরের জন্য সরকারই দেবে।
তৃতীয় প্রকল্পে, প্রতি অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম দু'বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে তাদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊