দিন দুপুরে বাড়ি থেকে চুরি হল স্কুটি! চাঞ্চল্য ময়নাগুড়িতে

Maynaguri news


ময়নাগুড়ি :

দুপুরবেলা বাড়ির মূল গেটের ভিতরে নিজের স্কুটি রেখে ঘরে যান স্কুটির মালিক। তার ঠিক আধ ঘন্টা পরে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন সেই স্কুটি আর নেই। দিন দুপুরেই বাড়ি থেকে চুরি হয়ে যায় স্কুটিটি। এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি নতুন বাজার সংলগ্ন বিবেকানন্দপল্লী এলাকায়। রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ঘটনার পরই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেছেন ওই স্কুটির মালিক সুভ্রদীপ বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পেশায় একজন হার্ডওয়ার ব্যবসায়ী সুভ্রদীপ বিশ্বাস। তাদের নতুন বাজারে একটি দোকান রয়েছে। ব্যবসার প্রয়োজনে বাড়িতেও অনেক সামগ্রী থাকে। ফলে অনেকেই তাদের বাড়িতেও আসেন। বুধবার দুপুরে নিজের স্কুটি নিয়ে দোকান থেকে বাড়ি ফিরে এসে মূল গেট আটকে ভিতরে স্কুটি রাখেন। এরপর দোকান যাওয়ার উদ্দেশ্যে বের হলে দেখেন সেই স্কুটিটি নেই। এদিক সেদিক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এদিকে বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও এদিন কাজ করছিলেন না বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন সুভ্রদীপ বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে স্কুটি মালিক সুভ্রদীপ বিশ্বাস বলেন, ", আমাদের হার্ডওয়্যার এর দোকান রয়েছে নতুন বাজারে এবং বাড়িতে। এদিন দুপুরে একজন কিছু কেনার জন্য আমাদের বাড়ি আসলে তাকে দোকানে পাঠিয়ে দেওয়া হয়। তার কিছুক্ষণ পর আমি বের হয়ে দেখি আমার স্কুটি নেই। দিন দুপুরে বাড়ি থেকে এভাবে স্কুটি চুরি হবে আমি কখনও কল্পনা করতে পারছি না।"