Sourav Ganguly: জন্মদিনে সৌরভের করা রেকর্ডের কিছু উল্লেখযোগ্য রেকর্ড
আজ ৮ই জুলাই ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI- র সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)-র জন্মদিন। আজ তার ৫১তম জন্মদিন। আপামর বাঙালির মননে বিরাজ করেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তার এক কারণ তিনি ক্রিকেটার। তাঁর খেলার প্রতি অসাধারন কৃতিত্ব শুধু বাংলায় নয় বিশ্বে পরিচিত তিনি। ভারতীয় ক্রিকেটের খেলোয়াড় থেকে অধিনায়ক থেকে এখন ভারতীয় ক্রিকেটের প্রশাসক সৌরভ (Sourav Ganguly)।
সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ক্রিকেটার হিসেবে চারটি পরপর একদিনের ম্যাচে 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি তিনটি শতরান করেছেন।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁর গড়া রানের রেকর্ডই সর্বোচ্চ।
একদিনের ক্রিকেটে ১০ হাজার রান, ১০০ টি উইকেট এবং ১০০টি ক্যাচের রেকর্ড রয়েছে দাদার ঝুলিতে।
ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচে ১৮৩ রান, ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচে ওটাই সর্বোচ্চ রানের রেকর্ড।
টেস্টে অভিষেক ম্যাচে শতরান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
শেষ টেস্ট ইনিংসে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেনে তিনি।
ওয়ান ডের পাশাপাশি টেস্ট ক্রিকেটে তাঁর দাপট সর্বজনবিদিত। 'অফের রাজা' বলা হয় তাঁকে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪০ এর উপরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊