কে এই লারিসা ! যার রূপের যাদুতে মুগ্ধ কিং খানের পুত্র আরিয়ান


Larissa Bonesi
photo source: Larissa Bonesi insta


ব্রাজিলের অভিনেত্রী তথা মডেল লারিসা বনেসির (Larissa Bonesi) সঙ্গে সম্পর্কের গুঞ্জন শাহরুখ-পুত্র আরিয়ান খানের। লারিসার সঙ্গে নাকি সম্পর্কে আছেন আরিয়ান (Aryan Khan)। রবিবার একই পার্টিতে দু’জন যাওয়ায় সেই জল্পনা আরও ঘনায়। কিন্তু পার্টির একটি ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। লারিসা (Larissa Bonesi) নয়, এ অন্য কোন নারী ! যার বাহুডোরে বাঁধা পড়লো কিং খানের বড় পুত্র !

Larissa Bonesi
photo source: Larissa Bonesi insta

রবিবার মুম্বইয়েক এক পার্টিতে গিয়েছিলেন আরিয়ান (Aryan Khan)। সেই একই পার্টি উপস্থিত ছিলেন লারিসাও (Larissa Bonesi)। দু’জনকেই পার্টিতে প্রবেশ করতে দেখা গিয়েছিল। কিন্ত যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে অন্য এক তরুণীর সঙ্গে নাচছেন আরিয়ান (Aryan Khan)। প্রশ্ন উঠছে, তা হলে কি লারিসার সঙ্গে সম্পর্ক নেই আরিয়ানের? তারকা-পুত্রের গোপন প্রেমিকা কি এই নতুন নারী?

Larissa Bonesi
photo source: Larissa Bonesi insta

তবে যেইহোক, বি-টাউনের চর্চায় আচমকাই লারিসা বনেসি। কিন্তু কে এই লারিসা ! যার রূপের যাদুতে মুগ্ধ আরিয়ান ?

বলিউডে বহু আগেই পা রেখেছেন লারিসা (Larissa Bonesi)। তাঁকে নাকি ভারতে প্রথম নিয়ে আসেন জনপ্রিয় গায়ক গুরু রান্ধাওয়া। মুম্বইয়ে মডেল হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন লারিসা।

Larissa Bonesi
photo source: Larissa Bonesi insta

অক্ষয় কুমার ও জন আব্রাহমের 'দেশি গার্লস', সইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ ছবিতে অভিনয় করেছেন লারিসা। টাইগার শ্রফ, সুরজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন তিনি।

Larissa Bonesi
photo source: Larissa Bonesi insta


তবে আরিয়ানই (Aryan Khan) প্রথম নন। আরিয়ানের আগে নাকি লারিসার রূপে মুগ্ধ হয়েছিলেন তেলুগু স্টার সাই তেজ। সম্পর্কে চিরঞ্জীবীর ভাগ্নে সাই। 'থিক্কা' সিনেমায় সাইয়ের নায়িকা ছিলেন লারিসা।