একজন শিক্ষক তিনিও অসুস্থ, শিক্ষকের দায়িত্বে স্বয়ং এসআই
বাঁকুড়া :
স্কুলে একজন মাত্র শিক্ষক। সেই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্কুল কার্যত বন্ধই হয়ে যেত।তবে,স্কুল খুলে পঠন - পাঠন চালু রাখতে স্কুলে শিক্ষকের ভূমিকা পালন করলেন খোদ অবর বিদ্যালয় পরিদর্শক।বাঁকুড়া জেলার সদর পুর্ব চক্রের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।এই সিঙ্গেল টিচার প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র শিক্ষক কোন কারনে ছুটি নিলে বা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারলে এমন সমস্যা প্রায় ঘটে৷ যদিও শিক্ষা দপ্তরের নিয়ম অনুয়ায়ী সিঙ্গেল টিচার স্কুল থাকার কথা নয়। প্রতিটি প্রাথমিক স্কুলে নুন্যতম দুই জন শিক্ষক থাকার কথা। এই স্কুলের ক্ষেত্রে কেন এমনটা হল তা নিয়েও প্রশ্ন উঠছে।
যদিও এদিন স্কুলের পড়ুয়ারা পঠন পাঠনের অধিকার থেকে যেন বঞ্ছিত না হন,তাই বাঁকুড়া সদর পুর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (si of school) সজল মাহাত নিজেই শিক্ষকের ভুমিকা পালন করেন। ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের তদারকিও করেন তিনি। এদিকে পড়ুয়ারাও নতুন স্যারের পড়ানো চুটিয়ে উপভোগও করে।
সজল বাবু বলেন, তিনি,জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে এই সমস্যার কথা জানিয়ে যেন আরও একজন শিক্ষককে এই স্কুলে নিযুক্ত করা হয় তার জন্য আবেদন করবেন। এখন দেখার কত তাড়াতাড়ি এই সিঙ্গেল টিচার স্কুলে আরও একজন শিক্ষককে নিযুক্ত করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।তার ওপরই নির্ভর করছে এই সমস্যার পাকাপাকি সমাধানের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊