বেহাল স্কুলের পরিকাঠামো দ্রুত মেরামত স্কুল ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ 

School



বেহাল স্কুলের পরিকাঠামো দ্রুত মেরামত করে শিক্ষা প্রতিষ্ঠানটি পাঠন পাঠনের যোগ্য জায়গা গড়ে তোলার দাবিতে মঙ্গলবার স্কুল চলাকালীন দুপর সাড়ে বারোটা নাগাদ ছাত্রছাত্রীদের অভিভাবকরা বের করে নিয়ে স্কুল ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখল। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারী গ্রামপঞ্চায়তের সিঙ্গিজানি জিপি প্রথমিক বিদ্যালয়ে।


অভিযোগ স্কুলে নেই বসার জায়গা ,যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। এমনকি সময় আগে স্কুল ছুটি হয় ও কোনো শিক্ষক ব্লাকবোর্ড ব্যবহার করেন না। এমত অবস্থায় কি করে দুটি ক্লাস রুমে ৩৯জন ছাত্রছাত্রী নিয়ে চলছে মাথাভাঙ্গা ৪নং চক্রে সিঙ্গিজানি জিপি প্রাথমিক বিদ্যালয়।সঠিক পরিকাঠামোর সাথে সাথে শিক্ষকদের সঠিক ভাবে ক্লাস নেওয়ার দাবি উঠেছে। অভিভাবকদের অবশ্য দাবি বিষয়টি তারা বাবার স্কুলের প্রধান শিক্ষকে জানিয়েছে। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। টনক নড়েনি প্রধান শিক্ষক সহ প্রাথমিক শিক্ষা সংসদের। 


এদিন বিক্ষোভ দেখানো অভিভাবকরা জানান ,প্রতি বছর স্কুল সংস্কার টাকা আসলেও সব শিক্ষক দের পকেটে যাচ্ছে। ফলে স্কুলে ক্লাস রুমে জল জমার পাশাপাশি বাঁশের সিলিং খুলে পড়ছে। গোটা মাঠ জুড়ে জঙ্গল ও আগাছা ভর্তি হয়েছে তার পরেও কোনো উদ্যোগ নেয়না প্রধান শিক্ষক।