ভোটপর্ব মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে
ভোটপর্ব মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। এবার সেই রাজীব কুমারকে তাঁর পদে ফিরিয়ে আনলো রাজ্য। জল্পনা ছিল, ভোটপর্ব মিটলেই ডিজি পদে ফেরানো হতে পারে রাজীব কুমারকে। সেই জল্পনাই সত্যি হল। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি (দমকল) পদে।
লোকসভা ভোটের তিন মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হয় রাজীব কুমারকে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে গাঁজা পদে বসান। এরপর লোকসভা নির্বাচনের সময় রাজীব কুমারকে সেই পদ থেকে সড়িয়ে দেয় কমিশন। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার ফিরলেন সেই পদেই।
মনে করা হচ্ছিল লোকসভা ভোট মিটতেই রাজীব কুমারকে ডিজি পদে ফেরাবে রাজ্য। কিন্তু কলকাতার মানিকতলা-সহ চারটি বিধানসভায় উপনির্বাচন ছিল। ১০ জুন থেকে ফের আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলিতে। ফলে পদ বদল সম্ভব হয়নি। ইতিমধ্যে শেষ উপনির্বাচন। এবার রাজীব কুমারকেই ডিজি করলো রাজ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊