Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA case Update: আশঙ্কাই সত্য হলো, রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ মামলা একধাক্কায় পিছিয়ে গেলো অনেকটা

DA case Update: আশঙ্কাই সত্য হলো, রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ মামলা একধাক্কায় পিছিয়ে গেলো অনেকটা 




আশঙ্কা ছিলোই, আর আজ ফের একবার সেই আশঙ্কাই সত্য হলো। বিস্তারিত শুনতে চান বলে আবার পিছিয়ে গেলো রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ (dearness allowance) মামলা। তবে এবার ১ মাস বা ২ মাস নয়, সময়টা তাঁর থেকেও বেশি বলে জানা যাচ্ছে।


প্রায় ৪ মাস পর সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত ছিল মামলাটি (dearness allowance)। সিরিয়ল নম্বর ছিল ৬০। শেষ মামলা ছিলো এটিই। ফলে বিগত ১২ বারের মতন এবারও একই সময়ের সংক্ষিপ্ততার কারনে পিছিয়ে গেলো DA (dearness allowance) মামলার শুনানি।


আজ শেষ মামলা হিসাবে যখন রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ মামলাটি (dearness allowance) ওঠে সেই সময় রাজ্যের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, মামলাটির সঙ্গে অনেকে যুক্ত। আরও বিস্তারিত শুনানি দরকার। সেক্ষেত্রে সোমবারের বদলে অন্য কোনওদিন শুনানি হতে পারে।


পালটা আন্দোলনকারীদের আইনজীবীরা দাবি করেন, কয়েক হাজার সরকারি কর্মী ডিএ-র (dearness allowance) জন্য অপেক্ষা করে আছেন। এর আগে একাধিক আদালত তাঁদের পক্ষেই রায় দিয়েছে। আন্দোলনকারীদের আইনজীবীদের আবেদন ছিল, সামনেই দুর্গাপুজো। তার আগে সুখবর পাওয়ার জন্য আশায় বুক বাঁধছে রাজ্য সরকারি কর্মচারীরা।


এর প্রেক্ষিতে বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, দুর্গাপুজো বাংলার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু গোটা দেশের জন্য তো আর নয়। মামলাটি গুরুত্বপূর্ণ। তাই বিচারপতিরা বিস্তারিত শুনানি করতে চায় বলে সূত্রের খবর।


ডিএ (dearness allowance) নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও এপর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। এর পর ১২ বার পিছিয়ে গেল শুনানি।


জানা গেছে দুর্গা পূজার পর আগামী ডিসেম্বর মাসে ফের এই মামলার শুনানি হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code