Gramin Dak Sevak (GDS): ৪৪২২৮ টি পদে শুরু আবেদন গ্রহন

Post office job


৪৪ হাজার ২২৮ টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। আজ ১৫ই জুলাই থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। জানা যাচ্ছে ভারতীয় ডাক বিভাগ (India Post GDS Recruitment)। জিডিএস পোস্টে (India Post GDS Recruitment 2024) নিয়োগ ছাড়াও শাখার পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টার পদেও নিয়োগ করবে।

শিক্ষাগত যোগ্যতা

গ্রামীন ডাক সেবক - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ

পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ

পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার - স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ

বয়সসীমা

গ্রামীন ডাক সেবক, পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার ও পোস্টমাস্টার পদে আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন

গ্রামীন ডাক সেবক, পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার ও পোস্টমাস্টার পদে চাকরি পেলে বেতন হবে ১২ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।

আবেদন ফি

সাধারণ, ইডব্লিউএস ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি জমা করতে হবে না।

আবেদন করতে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।