Latest News

6/recent/ticker-posts

Ad Code

জল জমে রেল সুড়ঙ্গে, বিপাকে নিত্যযাত্রীরা

জল জমে রেল সুড়ঙ্গে, বিপাকে নিত্যযাত্রীরা

রেল সুড়ঙ্গ


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

সামান্য বৃষ্টিতে জলমগ্ন বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের কালনাগেটের রেল সুরঙ্গ। চলাচলের সমস্যায় নিত্যযাত্রীরা।

বর্ধমান পৌরসভার ৮ নং এবং ৬ নং ওয়ার্ডের মধ্যবর্তী জায়গায় রয়েছে কালনাগেট রেল সুরঙ্গ।দীর্ঘ সময় ধরে কালনা গেটে রেলগেটের গেট বন্ধ থাকায় চরম সমস্যায় পরেন পথচারীরা। সাধারণ মানুষের যাওয়া আসার জন্য রেল গেটের কিছুটা দুরেই আছে রেল সুরঙ্গ। কিন্তু থাকলে হবে কি?রেল সুরঙ্গটি নিচু হওয়ার কারনে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এই সুরঙ্গ।সুরঙ্গের দুদিকের রাস্তর জল ঢুকে পড়াতে প্রায় হাঁটু পর্যন্ত জল জমে থাকে সুরঙ্গে। বৃষ্টি কমার পরেও জলমগ্ন থাকে সুরঙ্গ।

কালনা,সাতগাছিয়া, পাওয়ার হাটি যেতে গেলেও এই রাস্তাই ব্যবহার করতে হয়। একদিকে রেল গেট বন্ধ অন্যদিকে রেল সুরঙ্গে জল জমে থাকার ফলে চরম সমস্যায় পড়তে হয় এই এলাকার মানুষ জানদের।তবে স্থানীয় কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code