বেআইনি ভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে, পথে নামল এস ইউ সি আই

SUCI


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বেআইনি ভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে, পথে নামল এস ইউ সি আই। আজ বৃষ্টির মধ্যেও, বর্ধমান সদর এবং বর্ধমান উত্তর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন তাঁরা।

সাম্প্রতিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘোষণা করেছিলেন, গোটা রাজ্যজুড়ে বেআইনী নির্মাণের পাশাপাশি বেআইনিভাবে পুকুর ভরাট , বেআইনি বালি খাদান এবং বেআইনি ভাবে রাস্তা দখল করে বসে থাকা হকারদের উচ্ছেদ করতে হবে। সেই মোতাবেক গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ নামে স্থানীয় পৌরসভা গুলো। এই হকার উচ্ছেদের ফলে অসহায় হয়ে পড়েন হকারা।

এরপরে হকারদের কথা ভেবে ,একমাস হকার উচ্ছেদ বন্ধ রাখার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তারপরেও দেখা গেল মুখ্যমন্ত্রীর পূর্বের নির্দেশ মতো গতকাল বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান শুরু করল।এই হকার উচ্ছেদের ফলে একপ্রকার অনাহারে দিন কাটাচ্ছেন পথে বসে ব্যবসা করা ব্যবসায়ীরা। বেআইনী ভাবে হকার উচ্ছেদ হওয়া হকারদের পাশে দাঁড়ালেন এসইউসিআই।