Police Clearance Certificate Online portal: এবার পুলিশের শংসাপত্র মিলবে অনলাইনেই
পুলিশ ক্লিয়ারেন্স শংসাপত্র পাওয়ার (Police Clearance Certificate) জন্য চালু করা হল অনলাইন পোর্টাল। পশ্চিমবঙ্গ পুলিশের সদর ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে চালু করা হল এই পোর্টাল। আগে কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স শংসাপত্র পাওয়া যেত । এবার থেকে সমগ্র রাজ্যেই মিলবে এই সুবিধা।
পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় ম্যানুয়াল মাধ্যমে এতদিন এই শংসাপত্র পাওয়া যেত। ফলে অসুবিধার মধ্যে পড়তেন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) অনলাইন পোর্টাল চালু করা হলো। PCC.WB.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও আবদেন করার ৭২ ঘণ্টা থেকে এক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে অনলাইন মাধ্যমেই পাওয়া যাবে শংসাপত্র। তবে অনলাইন মাধ্যমেরে সঙ্গে সঙ্গে ম্যানুয়াল মাধ্যমও সমান্তরাল ভাবে থাকছে ।
শুক্রবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুকেশ কুমার জৈন, আইপিএস , আইজিপি ট্র্যাফিক, ওয়েস্ট বেঙ্গল, সুপ্রতিম সরকার, এডিজি, আইজিপি, সাউথ বেঙ্গল এবং অজয় কুমার, এডিজি, আইজিপি ( হেডকোয়ার্টার), ওয়েস্ট বেঙ্গল।
কীভাবে অনলাইন এ পিসিসির আবদেন করবেন?
- PCC.WB.gov.in ওয়েবসাইটে গিয়ে 'অ্যাপ্লাই ফর পিসিসিতে' ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হবে ।
- তারপর অ্যাপ্লিকেশন পেজে প্রয়োজনীয় তথ্য ফিলাপ করে জমা করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে একটি ওটিপি যাবে।
- ওটিপি দেওয়ার পর কতদিনের মধ্যে এই শংসাপত্র চাইছেন সেখানে ক্লিক করে পেমেন্ট করতে হবে ৩০০ টাকা।
- আবেদনটি জমার করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার এসপি অফিস এবং স্থানীয় থানার আধিকারিকদের কাছে পৌঁছে যাবে আপনার আবেদনটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊