Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, জয় দিয়েই এশিয়া কাপের শুরু স্মৃতিদের

ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, জয় দিয়েই এশিয়া কাপ শুরু স্মৃতিদের

Ind vs Pak


মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে জয় দিয়েই যাত্রা শুরু করলো ভারত। আর এই নিয়ে পরপর তিন আলাদা আলাদা টুর্নামেন্টে ভারতে সামনে হারলো পাকিস্তান। টি২০ পুরুষ বিশ্বকাপের ভারত-পাকিস্তান মুখোমুখি হলে জয় ছিনিয়ে নেয় ভারত। এরপর লেজেন্ড লিগেও যুবিদের কাছে হারে পাকিস্তান। এবার মহিলা ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধেও হারলো পাকিস্তান।

প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে অল আউট হয়ে ১০৮ রান তোলে পাকিস্তান। জবাবে হরমনপ্রীত কৌরেরা ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলল ১০৯ রান। টস জিতে ডাম্বুলার ২২ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে কার্যত কুপোকাত পাকিস্তানের মহিলা ব্যাটাররা। রান পেলেন না দুই ওপেনার। ওপেনার গুল ফেরোজ়া (৫) এবং মুনিবা আলি (১১)। আমিন খেললেন ৩৫ বলে ২৫ রানের ইনিংস। মারলেন ৩টি চার। টুবা করলেন ১৯ বলে ২২। ফতিমা অপরাজিত থাকলেন ১৬ বলে ২২ রানের ইনিংস খেলে। আর কেউই তেমন ভালো খেলেননি। ভারতের সফলতম বোলার দীপ্তি ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৪ রানে ২ উইকেট রেণুকার। ১৪ রানে ২ উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল। পূজার ২ উইকেট ৩১ রানের বিনিময়ে।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের অনেক আগেই ম্যাচ জিতে যায় ভারত। দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার প্রথম উইকেটের জুটি কার্যত জয় নিশ্চিত করেই ফেলে। স্মৃতি ৩১ বলে ৪৫ রান করলেন। ৯টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। শেফালি করলেন ২৯ বলে ৪০। মারলেন ৬টি চার এবং ১টি ছক্কা। তিন নম্বরে নেমে দয়ালান হেমলতা খেললেন ১১ বলে ১৪ রানের ইনিংস। ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে এল ১১ বলে ৫ রানের অপরাজিত ইনিংস। জেমাইমা অপরাজিত থাকলেন ৩ বলে ৩ রান করে। তাড়াহুড়ো করে শেষের দিকে উইকেট পতন হয় ভারতের। পাকিস্তানের সফলতম বোলার সৈয়দা আরুব শাহ ৯ রানে ২ উইকেট নিলেন। শেফালি এবং মন্ধানা— দু’জনকেই আউট করলেন তিনি। নাশরা সান্ধু ১ উইকেট নিলেন ১৯ রান দিয়ে। পাকিস্তানের আর কোনও বোলার উইকেট পাননি।

জয়ের স্বাদেই এশিয়া কাপের সফর শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট টিম। এদিন ম্যাচের সেরা হলেন দিপ্তী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code