Latest News

6/recent/ticker-posts

Ad Code

PM Modi: বিশেষ এক নজির তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi: বিশেষ এক নজির তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

pm modi



পরপর ৩ বার প্রধানমন্ত্রী হয়ে একদিকে যেমন নজির গড়েছেন, তেমনি এবার আরও এক নজির তৈরি হলো স্যোসাল মিডিয়া হ্যান্ডেল X এ । বিশেষ এই কৃতিত্বের কথা প্রধানমন্ত্রী নিজেই আজ জানিয়েছেন X পোস্টে ।


মাস্কের এক্স প্ল্যাটফর্মে রাষ্ট্রনেতাদের মধ্যে মোদীই দুনিয়ার প্রথম ব্যক্তি হিসেবে এক্সে ১০ কোটি ফলোয়ারে পা দিলেন। মোদীকে এক্সে ১০ কোটিরও বেশী ইউজার ফলো করেন। খাতায় কলমে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার 'এক্স' প্ল্যাটফর্মে সেখানে মাত্র ৩ কোটি ৮০ লক্ষ। ইলন মাস্কের মাইক্রো ব্লগিং সোশ্যাল প্ল্যাটফর্ম 'X-এ দুবাইয়ের রাজা শেখ মহম্মদের ১ কোটি ১২ লক্ষ, পোপ ফ্রান্সিসের ১ কোটি ১৮ কোটি ফলোয়ার রয়েছে।


তবে এক্সে ফলোয়ার সংখ্যার বিচারে সবার আগে খোদ মালিক মাস্ক। মালিক ছাড়া এক্সে ১০ কোটির বেশী ফলোয়ার আছে শুধু বারাক ওবামা, জাস্টিন বিবার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রিহানা, নরেন্দ্র মোদী, ও কেটি পেরির।

pm modi x


১৪৫ কোটির জনসংখ্যার ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তার মধ্যে আবার মোদীর হাত ধরে ডিজিটাল ইন্ডিয়া নতুন গতি পেয়েছে। শহর, গ্রাম-সব জায়গাতেই দেশবাসী এখন অনেক স্বস্তায়, সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এই দুটি জিনিসের সুবাদে সোশ্য়াল মিডিয়ায় নয়া কীর্তি গড়লেন মোদী। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান, বিজেপির শক্তিশালী আইটি সেলও মোদীর এই কৃতিত্বের পিছনে বড় ভূমিকা পালন করেছে। ২০১৪ সালে দেশের ক্ষমতায় বসার শুরু থেকেই দেশের প্রতিটি প্রান্তে পৌঁছনোর জন্য ডিজিটাল মিডিয়ায় প্রচারে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রসঙ্গত মোদীর পরই ভারতে স্যোসাল মিডিয়া X-এ রাজনীতবিদদের মধ্যে ফলোয়ার সংখ্যার বিচারে দুই নম্বর আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (২ কোটি ৭৫ লক্ষ)। তিনে আছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (২ কোটি ৭৫ লক্ষ)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code