Latest News

6/recent/ticker-posts

Ad Code

BSNL: টাটার সঙ্গে বিএসএনএলের চুক্তিতে কতটা লাভবান হবে গ্রাহক !

BSNL: টাটার সঙ্গে বিএসএনএলের চুক্তিতে কতটা লাভবান হবে গ্রাহক !

tata bsnl



TATA and BSNL agreement:  Jio, Airtel ও Vodafone গ্রাহকদের খরচ একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটা । প্রি-পেইড ও পোস্ট পেইড, সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় বড় সংখ্যায় গ্রাহকরা সিম পোর্ট করিয়ে BSNL-এর দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে খবর।


টাটা কনসালট্যান্সি সার্ভিস তথা টিসিএসের (TCS) সঙ্গে নাকি ১৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএলের (BSNL)। এক হাজার গ্রামে ৪জি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা। এমনই গুঞ্জন ঘিরে চর্চা অব্যাহত।


এভাবে বিএসএনএলের (BSNL) শক্তিবৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য। জানাগেছে, টাটা দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে। যা ভারতের ৪জি পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও দেশে ৯ হাজারের বেশি ৪জি নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল (BSNL)। তারা চায় এই সীমা ১ লক্ষ পর্যন্ত বাড়াতে।


এদিকে ভোডাফোন, এয়ারটেল, জিও সমস্ত প্ল্যানের দামা বাড়ালেও বিএসএনএল (BSNL) এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেনি। তারা পুরনো রিচার্জ প্ল্যানই চালু রেখেছে। ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের (BSNL) প্ল্যান এখন অনেক সস্তা। আর তাই সিম পোর্ট করতে বি এস এন এল (BSNL) এর অফিসগুলিতে ভীড় বাড়তে দেখা যাচ্ছে ।


গত জুন মাসে জিও তাদের রিচার্জ প্ল্যান বৃদ্ধির ঘোষণা করেছিল। এর পরপরই এয়ারটেল এবং ভিআই তাদের প্ল্যান বাড়ানোর ঘোষণা দিয়েছে, যেখানে জিও এবং এয়ারটেলের বর্ধিত দাম 3 জুলাই থেকে কার্যকর হয়েছে। তাই VI এর বর্ধিত দাম 4 জুলাই থেকে কার্যকর হয়েছে।


সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে Jio। কোম্পানিটি একযোগে সরাসরি 12 থেকে 25 শতাংশ দাম বাড়িয়েছে। যেখানে এয়ারটেল 11 থেকে 21 শতাংশ দাম বাড়িয়েছে এবং Vi 10 থেকে 21 শতাংশ দাম বাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করা হচ্ছে জিওকে নিয়ে। এই কারণে মানুষ এখন বিএসএনএল-এর দিকে ঝুঁকছে।


বিএসএনএলের (BSNL) প্ল্যানের মধ্যে নতুন ইউজারদের জন্য বিএসএনএলের একটি ‘ফার্স্ট রিচার্জ কুপন’ রয়েছে ১০৮ টাকার। ২৮ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে, তেমনই রয়েছে দৈনিক ১ জিবি ৪জি ডেটা। যাঁরা একবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাঁদের জন্য রয়েছে ১৯৯৯ টাকার প্ল্যান। ৩৬৫ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ৬০০ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান। এই ধরনের প্ল্যানগুলি ছাড়াও রয়েছে ৩৫, ৭০ কিংবা ১৫০ দিনের প্ল্যান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code