Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেল গেট বন্ধ অবস্থায় লাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

রেল গেট বন্ধ অবস্থায় লাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের 

Train


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

রেল গেট বন্ধ থাকাবস্থায,রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বছর ৩০শের এক যুবকের।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর আজ সন্ধ্যা নাগাদ বর্ধমান কালনা গেটের রেলগেট বন্ধ থাকাবস্থায রেললাইন পারাপার করছিল কালনা গেট এলাকার যুবক কিশোর সাউ। সেই সময় হঠাৎই মিথিলা এক্সপ্রেস চলে আসে। গাড়ির শব্দে থতমত খেয়ে লাইনেই দাঁড়িয়ে পরেন কিশোর। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।কিশোর বাবার সাথে বর্ধমান কার্জন গেটের পাশে ফলের দোকানে বসতেন।আজ সন্ধ্যাতেও দোকানেই ছিলেন।বাবা যজ্ঞেশ্বর সাউ দোকানে এলে সে বাড়ি চলে যায়।বাড়ি যাবার পরি এই ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। 


বর্ধমান পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা বলেন রেললাইন পারাপার করার সময় আচমকা মিথিলা এক্সপ্রেস চলে এলে থতমত খেয়ে দাঁড়িয়ে পর।আর এরপরি এই ঘটনা ঘটে। এরপর রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়।



বর্ধমান কালনা গেটে এই প্রথম নয় এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটে। ব্যস্ততম এই রেল লাইনে ওভার ব্রিজের দাবি জানিয়েছেন বহুবার। এখানো পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি বলে জানান কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code