New rules for Bikers: এবার বাইক চালকদের নিয়ে আরও এক নতুন নিয়ম, না মানলেই ফাইন
সম্প্রতি আমাদের রাজ্যে বাইক চালকদের সাথে কোন সহযাত্রীর হেলমেট না থাকলেই ১ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। এরই মাঝে আরও এক নতুন নিয়মের কথা জানাযাচ্ছে, যেখানে বাইক চালক যদি বাইক চালানোর সময় তার পেছনের সহযাত্রীর সাথে কথা বলেন, তবে সেক্ষেত্রেও দিতে হবে জরিমানা। তবে এই নিয়ম আমাদের রাজ্যের নয়।
বাইক দুর্ঘটনা এড়াতে এই নয়া নিয়ম জারি করেছে কেরল সরকার। জানা যাচ্ছে সম্প্রতি কেরলের মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট (Kerala Motor Vehicle Department) থেকে আরটিওগুলিতে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে বাইক চালানোর সময় যদি কোনও সহযাত্রী কথা বলে তাহলে সেই বাইক চালকের বিরুদ্ধে তৈরি হবে চালান।
এমনকি কোনওভাবে যদি ট্রাফিক পুলিশের থেকে সে বেঁচেও যায় তাহলেও সিসিটিভি ফুটেজ দেখে ওই বাইক চালককে অনলাইনের মাধ্যমে চালান পাঠানো হবে।
তবে নয়া এই নিয়ম কীভাবে বলবৎ হবে সে বিষয়েও একাধিক জিজ্ঞাসা তৈরি হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊