Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nepal Rain: বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, আহত ১০, নিহত ২

Nepal Rain: বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, আহত ১০, নিহত ২ 

নেপাল (ছবি: রয়টার্স)


নেপালের ভাতেকোশী পল্লী পৌরসভার নির্মাণাধীন ঝিরপু ইলেক্ট্রো পাওয়ার কোম্পানি লিমিটেডের বাঁধের টানেল ভারি বর্ষণে ধসে শ্রমিকরা আটকা পড়েছে। পুলিশ জানিয়েছে যে ১০ জন শ্রমিক আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম নেপালের ডাং জেলায় রাপ্তি নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে ১৮ বছর বয়সী এক যুবক।

বর্ষা মৌসুমে নেপালে প্রচুর বৃষ্টি হয়। রাজধানী কাঠমান্ডুসহ নেপালের অন্যান্য স্থানে বৃষ্টির কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। একটি জলবিদ্যুৎ প্রকল্পে টানেলে কাজ করা দুই শ্রমিক নিহত হয়েছেন।

কাঠমান্ডু থেকে ১২৫ কিলোমিটার দূরে সিন্ধুপালচক জেলায় নির্মাণাধীন ভোতেকোশি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে চাপা পড়ে শুক্রবার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। অপরদিকে আহত শ্রমিকদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঠমান্ডু থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে দোলাখা জেলায় জলের স্রোতে ভেসেগিয়ে একজন মহিলা নিখোঁজ হয়েছেন। নেপালে অব্যাহত বৃষ্টির কারণে কাঠমান্ডু উপত্যকায় নদীগুলোর জলের উচ্চতা বিপজ্জনকভাবে বেড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code