Ratha Yatra: প্রায় ২০০ বছর পুরনো কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রথ
প্রায় ২০০ বছর পুরনো কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রথ। একসময় কোচবিহার মহারাজার হাতি টেনে নিয়ে যত এই রথ। মদনমোহন বাড়ি থেকে কোচবিহারের ডাঙ্গর আই মন্দির পর্যন্ত।
কালের নিয়মে সেসব এখন অতীত, কিন্তু আজও বাবা মদনমোহন দড়ির টানেই পৌঁছে যান নিজের মাসির বাড়িতে। ডাঙ্গর আই মন্দির ছিল কোচবিহার রাজ মাতার মন্দির। এখানেই প্রতিবছর মাসির বাড়ি হিসেবে বেড়াতে আসেন কোচবিহারের মদনমোহন। একদিন মহা ধুমধাম এবং মেলার মাধ্যমে এখানেই পূজিত হন তিনি।
ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে দেবত্র ট্রাস্ট বোর্ড। দুয়ার বস্কির মাধ্যমে রথের দড়িতে টান দিয়ে রবিবার রথযাত্রার সূচনা। ইতিমধ্যেই মন্দির চত্বরে মেলার আয়োজন করা হয়েছে।
রথের মেলার অন্যতম বড় আকর্ষণ কৃষ্ণনগরের মাটির পুতুল। একসময় এখানেই তৈরি হতো কিন্তু বর্তমানে কৃষ্ণনগর থেকে কিছু কারিগররা আসেন মাটির পুতুল নিয়ে।
সব মিলিয়ে রাত পোহালেই রথযাত্রা, কোচবিহারের একান্ত উৎসবগুলির মধ্যে মদনমোহনের রথযাত্রা গুরুত্বপূর্ণ। প্রায় দুশো বছরের পুরনো এই রথযাত্রাকে কেন্দ্র করে কোচবিহারবাসীর আবেগ থাকে চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊