এবার NBSTC এর বাসের টিকিট মিলবে অনলাইনেই
NBSTC এর বাসের নিত্য যাত্রীদের জন্য দারুন সুখবর! ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটার দিন শেষ। এবার যাত্রার সাতদিন আগে থেকে ঘরে বসেই অনলাইনে পেয়ে যাবেন বাসের টিকিট।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) অন্তর্ভুক্ত যেসব বাস রয়েছে সেসব বাসে এই পরিষেবা শুরু হয়েছে ১ জুলাই থেকেই।
ভাবছেন কীভাবে? অনলাইনে টিকিট বুকিং করার জন্যে মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে 'রেড বাস' (redbus.in) অ্যাপ্লিকেশন। এই অ্যাপ থেকেই সাত দিন আগে থেকে কিংবা বাস ছাড়ার আধ ঘন্টা আগে সহজেই কেটে নিতে পারবেন টিকিট।
সূত্রের খবর, NBSTC এর সকল বাসেই নয় আপাতত নির্দিষ্ট কিছু বাসেই মিলছে এই সুবিধা। তবে যাত্রীদের একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি টিকিট বুকিং করেন তা হলে আপনাকে বোর্ডিং স্টেশন থেকেই বাসে চাপতে হবে । মাঝ রাস্তায় আপনার টিকিট বুকিং থাকলেও কোনও স্থায়ী সিটের ব্যবস্থা থাকবে না, এমনটাই সূত্রের খবর। যদিও এমন হলে অসুবিধা তৈরি হতে পারে বলে মনে করছে যাত্রীরা। যদিও এই বিষয়ে NBSTC এর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
মূলত, তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার হাঙ্গামা থেকে অবশেষে মুক্তি দিতেই এই পরিষেবার উদ্যোগ নিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দফতর (NBSTC)। এতে খুশি নিত্য যাত্রীরাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊