রথযাত্রার দিন দিনহাটার বেশ কয়েকটি দুর্গা পূজা কমিটির খুঁটি পূজার মধ্যদিয়ে পূজার সূচনা
নিজস্ব সংবাদদাতা দিনহাটা: রথযাত্রার দিন দিনহাটার বেশ কয়েকটি দুর্গা পূজা কমিটির পুজোর প্রস্তুতি শুরু হল খুঁটি পূজার মধ্য দিয়ে।
এদিন শতবর্ষ প্রাচীন দিনহাটার মা মহামায়া পাটের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হল কাঠামো পূজার মধ্য দিয়ে। পাশাপাশি রবিবার দিনহাটার মদনমোহন বাড়ি দুর্গাপুজো কমিটি, শহীদ কর্নার , ঝুড়ি পাড়া রাসবিহারি ইউনিট, স্বাধীন ক্লাব বলরামপুর রোড,বোর্ডিং পাড়া দুর্গাপুজো কমিটির পুজোর প্রস্তুতি শুরু হল খুঁটি পুজোর মধ্য দিয়ে।
রথযাত্রার দিন তিথি মেনে মহামায়া পাটে ১৩৪ তম বর্ষের কাঠামো পুজো হয়। মদনমোহন বাড়ি পুজো কমিটির ১২৫ তম বর্ষের পুজোর প্রস্তুতি শুরু হয় খুঁটি পুজোর মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, পুজো কমিটির জয়ন্ত রায়, পুলক বসু সহ অনেকেই।
এদিন শহরের শহীদ কর্নার দুর্গাপুজো কমিটির ৬১ তম বর্ষের পুজোর প্রস্তুতি শুরু হয়। খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি মন্ত্রী উদয়ন গুহ, শিল্পী জয়ন্ত সাহা ছাড়াও পুজো কমিটির সদস্যরা।
শিল্পী জয়ন্ত সাহা জানান, মহিলাদের প্রথম শিল্পকর্ম চুলের বেনি। পাটের আঁশ দিয়ে সেই শিল্পকর্মকে তুলে ধরা হবে।
শহরের বোর্ডিংপাড়া মাঠে খুঁটি পুজোর মধ্য দিয়ে ৬০ তম পুজোর প্রস্তুতি শুরু হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ , কাউন্সিলর মিঠু দাস। এদিন বলরামপুর রোড স্বাধীন ক্লাবের ৭০ তম বর্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়।
মন্ত্রী উদয়ন গুহ জানান, রথযাত্রার পূর্ণ লগ্নে দিনহাটায় দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল। একাধিক দুর্গাপুজো কমিটি যারা বিগ বাজেটের পুজো করেন তাদের অনেকেরই এদিন খুঁটিপুজো হল। গত কয়েক বছর ধরে মানুষ যেমন দলে দলে পুজো দেখতে আসেন এবারও তেমনি আসবেন। অতীতের সব গরিমাকে ছাড়িয়ে নতুন ইতিহাস তৈরি করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊