শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত 


recruitment


সৈনিক স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ চলছে। আগামী ২২ জুলাইয়ের (Recruitment News) মধ্যেই আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। গোয়ালপাড়ার সৈনিক স্কুলে পিজিটি গণিত, টিজিটি ইংরেজি, সমাজবিজ্ঞান, কম্পিউটার শিক্ষক এবং প্রশিক্ষক, ক্রাফট অ্যান্ড ওয়ার্কশপ ইন্সট্রাকটর, ব্যান্ড মাস্টার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিটিআই কাম মেট্রন, ওয়ার্ড বয়, হর্স রাইডিং ইনস্ট্রাকটর, মেস ম্যানেজার এই সমস্ত পদে লোক নেওয়া হবে।

পদগুলির বিভিন্নতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। তাই আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। সৈনিক স্কুলের এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে গোয়ালপাড়া সৈনিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolgoalpara.org -এ যেতে হবে আপনাকে।

অনলাইনে আবেদন করার পর আবেদনের প্রতিলিপি ডাক যোগে সৈনিক স্কুলে পাঠাতে হবে। সৈনিক স্কুলের প্রিন্সিপালের নামে অসংরক্ষিত প্রার্থীদের ৩০০ টাকা ও সংরক্ষিত প্রার্থীদের ২০০ টাকার ডিমান্ড ড্রাফট করতে হবে।