শনিবার পর্যন্ত উত্তরে বৃষ্টি, তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণে 

Weather Update


কিছুদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টি। এর মধ্যেই আবহাওয়ার বড় আপডেট ফের প্রবল বর্ষনে ভাসতে চলছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী (৭-২০ সেন্টিমিটার) এবং প্রবল বর্ষণ (২০ সেন্টিমিটারের ওপরে)-এর পূর্বাভাস রয়েছে আজ।

দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির কথাও জানা গেছে।

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও কালিম্পং জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। শনিবারও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলার দু-একটি জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা।

এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো আভাস নেই। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে সুন্দরবন পর্যন্ত জেলাগুলিতে মানুষের উষ্ণতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে প্রবল বর্ষনে।