উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া 

Copa America


উরুগুয়েকে বধ করে কোপার ফাইনালে কলম্বিয়া। এদিকে আগেই ফাইনালে পৌঁছেছে মেসিরা। ফলে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও আর্জেন্টিনা। কোপার (Copa America 2024) টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি করলেন জেফারসন লার্মা।

দীর্ঘ সময়ে কলম্বিয়ার ১০ জনকে পেলেও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে। ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ম্যাচের ৩৯ মিনিটে গোল দেন কলম্বিয়ার লার্মা। প্রথম থেকে টানটান উত্তেজনা ছিল ম্যাচটি ঘিরে। ৩৯ মিনিটে কর্নার কিক থেকে রদ্রিগেজের বাড়ানো ক্রসে বলে হেড করে বল জালে জড়ান লার্মা।

গোলের কয়েক মিনিট পরে লাল কার্ড খেয়ে বাইরে যেতে হয় কলম্বিয়ার ফুটবলার ড্যানিয়েল মুনোজকে। গোটা দ্বিতীয়ার্ধ তাঁদের খেলতে হয় ১০ জনে। কিন্তু ১০ জনকে টেক্কা দিয়েও ১১ জনের উরুগুয়ে গোল শোধ করতে পারেনি। সুয়ারেজ (Luis Suarez) গোটা দুই সুযোগ নষ্ট করেন। ১-০ এ জয় ছিনিয়ে নেয় কলম্বিয়া।