Bangladesh: বাংলাদেশ থেকে ফিরে আসছে ভারতীয় ছাত্ররা 

indian students
NBSTC এর বাসে ফিরছেন ভারতীয় ছাত্ররা

উত্তপ্ত বাংলাদেশ। কোটা বা সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনে পথে নেমেছেন ছাত্ররা। সপ্তাহ খানেক ধরে চলা এই আন্দোলন যত সময় এগিয়েছে, ততই উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে পথে নেমেছেন।


পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। গুলি খেয়েছেন। সংঘর্ষে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১৫ জনের। উত্তপ্ত এই পরিস্থিতিতে বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া। তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

শনিবারও উত্তরের ফুলবাড়ি ও চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে ফিরেন বহু পড়ুয়া। জানা গিয়েছে, বাংলাদেশে আটকে রয়েছে আরও পড়ুয়া। তাঁদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছে প্রশাসন। জানা গিয়েছে, প্রতিবেশী অন্যদেশের পড়ুয়া ভারতে আসতে চাইলে তাঁদেরও সাহায্য করা হবে।

আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে বাংলাদেশ থেকে আগত ভারতীয় ছাত্র-ছাত্রীদের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিউজলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হয় । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে , এখনো পর্যন্ত ১০৪ জন ভারতীয় ছাত্র বাংলাদেশ থেকে ভাওতে এসে পৌঁছেছে। আজ ৩৬ জন ভারতীয় ছাত্রকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চ্যেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, বাংলাদেশ থেকে যে সকল ভারতীয় ছাত্রছাত্রী চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এসে পৌঁছেছে তাদের ১০ টি বাসে করে বাগডোগরা এয়ারপোর্ট এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া ব্যবস্থা করেছি।