রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করতে চান? রইলো সুযোগ


Job alert

রিজার্ভ ব্যাঙ্কে কাজ করতে চান? গ্রেড বি পদে নিয়োগে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ২৫ জুলাই থেকে আবেদন করা যাবে এই পদ গুলির জন্য। রিজার্ভ ব্যাঙ্কে এই গ্রেড বি পদের জন্য মোট ৯৪ জনকে নেওয়া হবে।

রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি পদের জন্য আগামী ২৫ই জুলাই ২০২৪ থেকে শুরু হবে আবেদন যা চলবে ১৬ই আগস্ট পর্যন্ত। ১৬ই আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে, অফলাইন কোনও ব্যবস্থা নেই এখানে।

রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in এ গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা। ৯৪ জন গ্রেড বি পদের ৬৬ জন থাকবে ডিআর জেনারেল বিভাগ, ২১ জন ডিআর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ বিভাগে, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফর্মেশন ম্যানেজমেন্ট বিভাগে থাকবে ৭ জন।

আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ৮৫০ টাকা দিতে হবে (শুধুমাত্র অসংরক্ষিত প্রার্থীদের), বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনের ফি। রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের জন্য এই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া যাবে।