আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষনা জার্মানি স্ট্রাইকার টমাস মুলার

German Striker


ইউরো কাপ থেকে জার্মানি ছিটকে যাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় অবশেষে এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মান স্ট্রাইকার টমাস। ইউরো কাপ ফাইনালের পর ভিডিয়ো বার্তায় অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন এই স্ট্রাইকার। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছেন।

২০১৪-এর বিশ্বকাপ জয়ী খেলোয়াড় টমাস। ২০১০ সালে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মুলারের। তিনি ১৩১টি ম্যাচ খেলে ৪৫টি গোল করেছেন। জার্মানির জার্সিতে বেশি ম্যাচ খেলার তালিকায় ৩৪ বছরের ফুটবলার রয়েছেন তৃতীয় স্থানে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাবের হয়ে আরও কিছু দিন খেলবেন মুলার। ২০২৫ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। এ বারের ইউরো কাপে দু’টি ম্যাচে মাঠে নেমেছিলেন মুলার। ২০১০-এ তাঁর পা থেকে ৫টি গোল আসে, জেতেন গোল্ডেন বুট। ২০১৪ বিশ্বকাপেও পাঁচ গোল করেছিলেন। গ্রুপ পর্বে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগালের বিরুদ্ধে।