মায়ার্সের অর্ধ শতরান ব্যর্থ করে ২৩ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল

Ind vs Zim


জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ তৃতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। আজকের এই ম্যাচে ভারতের একাদশে বদল আনা হয়। বিশ্বজয়ী ত্রয়ী যশস্বী, শিবম দুবে ও সঞ্জু স্যামসনের পাশাপাশি খলিল আমেদও দলে সুযোগ পান আজ। রিয়ান পরাগ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল ও মুকেশ কুমার বাদ পড়েন। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রানের স্কোর গড়ে ভারত।


এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন গিল ও যশোয়াল। ৩৬ রান করেন যশোয়াল। অপর ওপেনার তথা অধিনায়ক গিল ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রুতুরাজ ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেন এদিন। অভিষেক ১০ ও স্যামসন ১২ রান তোলেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানেই ইনিংস শেষ করে। মায়ার্স ৬৫, রাজা ১৫, মাদান্দে ৩৭, মাসকাডজা ১৮ রান তোলেন। সুন্দর ৩টি, আবেশ ২টি ও খালিল আহমেদ একটি উইকেট নেন।

আজকের এই জয়ের পরেই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।