উন্নত প্রজাতির টার্কি খামার তৈরির উদ্যোগ নিলো দিনহাটা দুই নং ব্লক প্রাণীসম্পদ দপ্তর
গ্রামীণ যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে উন্নত প্রজাতির টার্কি খামার তৈরির উদ্যোগ নিলো দিনহাটা দুই নং ব্লক প্রাণীসম্পদ দপ্তর। ব্লক এলাকার আটজন যুবক -যুবতিকে আজ আতমা প্রকল্পের মাধ্যমে উন্নত প্রজাতির টার্কি ছানা ও খাবার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং পঞ্চায়েত সমিতির প্রাণী কর্মাধ্যক্ষ সুধীর বর্মন ও ব্লক প্রাণীসম্পদ আধিকারিক ড: শেখ সামসুদ্দিন।
ড:শেখ সামসুদ্দিন জানান, প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রতি বছরই মুরগির ছানা, হাঁসের ছানা, ছাগল ছানা, শুকর ছানা ও বাছুর দেওয়া হয় ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেই প্রশাসনের এই উদ্যোগ। এবারে আতমা প্রকল্পের মাধ্যমে কিছু যুবক -যুবতীদেরকে উন্নত প্রজাতির টার্কি প্রজাতির ছানা দেওয়া হলো। মূলত ব্লক এলাকার ছেলে মেয়েদেরকে দিয়ে ছোট ছোট ফার্ম গড়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে জানান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর বর্মন। নতুন প্রজাতির হলেও এই ছানাগুলো এই এলাকায় নিজেদেরকে মানিয়ে বেড়ে উঠতে সক্ষম বলেই জানা গেছে প্রাণীসম্পদ দপ্তর সূত্রে।
এই প্রজাতির ওজন অনেকটাই বেশি হয়, ফলে বাজারের মাংসের যোগান আগামীদিনে বাড়বে বলেই অনেকে আশা করছেন। টার্কি মুরগির ছানাগুলো উপভোক্তাদের বাড়িতে পৌঁছনোর পরই নতুন প্রজাতির ছানা গুলোকে দেখতে প্রতিবেশীরা ভিড় করছেন বলে জানা গেছে। প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে এহেন অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন ব্লকের বাসিন্দারা। উপভোকতারাও এরকম নতুন কিছু পেয়ে খুবই খুশী।
0 মন্তব্যসমূহ
thanks